হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় ওসির সাথে বাগবিতণ্ডার সময় ৫ আগস্টের নৃশংস পুলিশ হত্যার কৃতিত্ব দাবি করা মাহদী হাসানকে আজ হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের পর তাকে আজ সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
আদালত প্রাঙ্গণে ‘ভি’ সাইন
আদালতে নিয়ে যাওয়ার সময় মাহদী হাসানকে বেশ উৎফুল্ল ও অবিচল দেখা যায়। পুলিশের প্রিজন ভ্যান থেকে নামার সময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মী ও তার অনুসারীদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে দুই আঙুলে ‘ভি’ (বিজয় চিহ্ন) প্রদর্শন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বিজয় চিহ্ন দেখানোর ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা নিয়ে জনমনে নতুন করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
প্রেক্ষাপট ও সেই ভাইরাল ভিডিও
গত ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় আটক এক কর্মীকে ছাড়িয়ে নিতে গিয়ে মাহদী হাসান ওসির সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়:
“আমরা বানিয়াচং থানা পুড়িয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি… আপনি কোন সাহসে আমাদের লোককে আটক করেন?”
এই ভিডিওটি তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেছিলেন। ৫ আগস্ট বানিয়াচং থানায় হামলা ও এসআই সন্তোষ দাশ চৌধুরীকে পুড়িয়ে হত্যার মতো নৃশংস ঘটনার দায় এভাবে প্রকাশ্যে স্বীকার করায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এর প্রেক্ষিতেই শনিবার রাতে হবিগঞ্জ শহরের শաստানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এদিকে মাহদী হাসানের এই দম্ভোক্তি ও আদালত প্রাঙ্গণে বিজয় চিহ্ন দেখানোকে অনেকেই ‘বিপ্লবের নামে অপরাধের বৈধতা’ দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। সাধারণ মানুষের দাবি, কোনো রাজনৈতিক বা আন্দোলনের পরিচয়ই যেন আইনকে প্রভাবিত না করে।
